Ssc পরীক্ষায় এবার পাশের হার কত?

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ১০ এপ্রিল, ২০২৫ 


 এই পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী রয়েছে।

গত বছরের তুলনায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ কমেছে। শুধু তা-ই নয়, বিগত পাঁচ বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। জানা গেছে, ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। ২০২৩ সালে ছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন, ২০২২ সালে ছিল ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন এবং ২০২১ সালে ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিকে, পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার ১৩টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বাতিল কেন্দ্রগুলোর কোডসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে 

  • পরীক্ষা ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে এবং ১৩ মে বাংলা দ্বিতীয় পত্র দিয়ে শেষ হবে.
  • ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে. 
  • পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত হতে বলা হয়েছে. 
  • পরীক্ষার সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত. 
  • কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে. 
গত বছরে এস এস সি পরীক্ষার পাশের হার
এবার তুলনামূলক অনেক বেশি ফেল হার বেশি হবে।  শেখ হাসিনা সরকারের সহজে পাশ দিতো  কিন্তু এখন সহজে পাশ দিবে না তাই  এখন তো অনেক প্রশ্ন কঠিন করেছে।  বিশেষ করে কুমিল্লা বোর্ডের প্রশ্ন বেশি কঠিন হয়েছে এবং কুমিল্লা বোর্ডের এসএসসি তে সব থেকে বেশি ফেল  হওয়া  সম্ভাবনা করা যায়। 



রেজাল্টের জন্য শুভকামনা রইল । 



Comments

Popular posts from this blog